আরমানিটোলায় বহুতল ভবনে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
পুরান ঢাকার আরমানিটোলার বাবুবাজার এলাকায় হাজী টাওয়ার নামে একটি ১৪ তলা বিল্ডিংয়ের ৬ তলায় আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে আগুনের এই ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের প্রচেষ্টায় ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফায়ারের পক্ষ থেকে জানানো হয়, আরমানিটোলার ওই ভবনটিতে সকাল ৬টা ৪০ মিনিটে আগুন লাগে। ৫ মিনিট পরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। অগ্নি নির্বাপনে সদরঘাট ও সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টি এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫ টি ইউনিট কাজ করে।
এ ঘটনায় কী ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
