ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২


কমেছে ইসলামী ব্যাংকগুলোর আমানত


১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৪

সংগৃহীত

প্রচলিত ধারার ব্যাংকের তুলনায় একসময় ইসলামী ব্যাংকগুলোর আমানত দ্রুত বাড়ছিল। এরপর কিছু ব্যাংক প্রচলিত ধারার ব্যাংক থেকে ইসলামীতে রূপান্তর হয়। তবে সেই ধারায় ভাটা পড়েছে। মোট আমানতে ইসলামী ব্যাংকিংয়ের অংশ কমছে।

 

কয়েকটি ব্যাংকের চরম দুরবস্থার কারণে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত এক বছরে ১ শতাংশের বেশি কমেছে। অবশ্য ইসলামী ব্যাংকিং শাখা এবং উইংয়ে ব্যাপক প্রবৃদ্ধির কারণে সামগ্রিকভাবে এই ধরনের আমানতে আড়াই শতাংশের বেশি প্রবৃদ্ধি রয়েছে।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতের মোট আমানত ২০ লাখ ২১ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের মোট আমানত চার লাখ ৫২ হাজার কোটি টাকা। যা মোট আমানতের ২২ দশমিক ৩৭ শতাংশ।

 

এর আগে, চব্বিশের জুন শেষে আমানত ছিল ১৮ লাখ ৭১ হাজার কোটি টাকা। এর মধ্যে চার লাখ ২০ হাজার ৪২৭ কোটি টাকা ইসলামী ব্যাংকিংয়ের অংশ ছিল। যা ছিল মোট আমানতের ২৩ দশমিক ৫৪ শতাংশ বেশি।

 

প্রসঙ্গত, ২০২২ সালে সরকারের সহায়তায় কয়েকটি ইসলামী ব্যাংকের জালিয়াতির তথ্য সামনে আসার পর আতঙ্কিত হয়ে অনেকেই আমানত তুলে নিতে শুরু করেন। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংককে দুর্দশাগ্রস্ত হিসেবে চিহ্নিত করে একীভূত করে রাষ্ট্রীয় মালিকানার একটি শ