আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গায় আজও মহাসড়ক অবরোধ

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়নকে বাদ দেয়ার প্রতিবাদে ফের মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গায় ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কের অন্তত ৮টি পয়েন্টে বিক্ষোভকারীরা অবস্থান নেন।
এতে রাজধানী ঢাকা থেকে ভাঙ্গা হয়ে ২১টি জেলায় চলাচলকারী যানবাহন বন্ধ হয়ে গেছে। মহাসড়কে আটকা পড়েছে বহু যানবাহন। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বিক্ষোভকারীরা দাবি, সংসদীয় আসনের চূড়ান্ত সীমানায় ভাঙ্গা উপজেলার হামেরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে এই দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন স্থানীয়রা। সবশেষ গতকাল মঙ্গলবার মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। এর প্রায় ১১ ঘণ্টা পর প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বৃহস্পতিবার ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করে ইসি। গেজেট অনুযায়ী ফরিদপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পুনঃর্নির্ধারণ করা হয়েছে। এতে ফরিদপুর-৪ আসনের অধীনে থাকা আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে জুড়ে দেয়া হয়। এরপরেই ক্ষোভে ফুঁসে ওঠে এই দুই ইউনিয়নের বাসিন্দারা।