সাংবাদিক ও পর্যবেক্ষকদের ঢুকতে না দেয়ার অভিযোগ ফরহাদের

এস এম ফরহাদ বলেন, ‘ইউল্যাব সেন্টারে গিয়ে দেখেছি সাড়ে ১০টা পর্যন্ত মিডিয়া এবং পর্যবেক্ষককে ঢুকতে দেয়া হয়নি। বেশ কয়েকটি সংগঠনের পুলিং এজেন্টকে বের করে দেয়া হয়েছে। কিন্তু ছাত্রদলের পুলিং এজেন্টকে সুযোগ দেয়া হয়েছে। যেখানে মিডিয়াকে সুযোগ দেয়া হচ্ছে না, স্বাধীন পর্যবেক্ষদেরকে সুযোগ দেয়া হচ্ছে না, তাহলে ভেতরে চলছে কী! সাড়ে ১০টা পর্যন্ত এভাবেই চলেছে। পরে আমরা অভিযোগ দেয়ার পর মিডিয়াকে ঢুকতে দেয়া হয়েছে। তাহলে আড়াই ঘণ্টা ধরে কী হলো! এ রকম নানা অসঙ্গতি লক্ষ্য করেছি।’
তিনি আরও বলেন,
উদয়ন ও টিএসসিতে গিয়েছি, সেখানেও দেখেছি, ১০০ মিটারের ভেতরে ছাত্রদল বার বার লিফলেট বিতরণ করছে। এগুলো একেবারে আচরণবিধি লঙ্ঘন। প্রশাসনকে বার বার জানানোর পরও তাদের তড়িৎ গতিতে সমাধান লক্ষ্য করিনি।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হবে।