ঢাকা সোমবার, ৮ই সেপ্টেম্বর ২০২৫, ২৫শে ভাদ্র ১৪৩২


দুর্গাপূজা ঘিরে নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৬

ফাইল ফটো

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার আশঙ্কা নেই, তবে দুষ্কৃতকারীরা নাশকতার চেষ্টা করতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (০৮ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপ এবং ঢাকায় ৭,১৩৬টি পূজা মণ্ডপ স্থাপন করা হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় মোতায়েন থাকবে ৩ লাখ আনসার সদস্য। প্রতিটি মণ্ডপে রাতের বেলায় চারজন করে এবং দিনে একজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

এছাড়া, পূজা মণ্ডপের আশপাশে কোনো মেলা বসতে দেওয়া হবে না। কারণ, এসব মেলার আড়ালে নেশাদ্রব্য সেবনের আসর বসে থাকে বলেও উল্লেখ করেন তিনি।