ঢাকা শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২৩শে ভাদ্র ১৪৩২


কাগজ পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন


৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৬

সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার কাগজ পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ-নাত অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক-১ যশোর জেলা ও সভাপতি শার্শা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনাদর্শ ও শিক্ষা তুলে ধরে শিক্ষার্থীদের তা অনুসরণ করার আহ্বান জানান। পরে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।