ঢাকা শনিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৫, ২৩শে ভাদ্র ১৪৩২


নামাযের ঘরও রক্ষা পায়নি জাতীয় পার্টির অফিসের — কাকরাইলে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগ


৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১১

সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ হামলার পিছনে কারা রয়েছেন এবং কেন এ ঘটনা ঘটানো হয়েছে তা এখনো পরিষ্কার নয়।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন, ‘আমরা সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি।’ তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগে অনেক ক্ষতি হয়েছে।

 

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এসি আবদুল্লাহ আল মামুন জানান, ‘হামলাকারীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। আমাদের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।’

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কার্যালয়ে ঢুকে অফিস ও নামাযের ঘরসহ সবকিছু ভাঙচুর করে। অফিসের গুরুত্বপূর্ণ সামগ্রী, আসবাবপত্র ভেঙে ফেলা হয় এবং বেশ কয়েকটি কক্ষ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় নামাযের ঘরও রক্ষা পায়নি এবং সেটিও অগ্নিসংযোগের শিকার হয়েছে।

 

হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর ফলে ঘটনাস্থলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়া সত্ত্বেও এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

জাতীয় পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সহিংসতা রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা বৃদ্ধি করতে পারে।

 

পূর্বের কিছু ঘটনার প্রেক্ষিতে এটি জাতীয় পার্টির জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এখন আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।