ঢাকা রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫, ২৪শে ভাদ্র ১৪৩২


নবীনগরে উপজেলা কৃষকদলের ৯ ইউনিয়ন ও পৌর শাখার ৩টি ওয়ার্ডের সম্মেলন, আলোচনার কেন্দ্রবিন্দুতে কে.এম. মামুনুর রশিদ


১০ আগস্ট ২০২৫ ১৭:২৭

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর কৃষক দলের আওতাধীন ২১টি ইউনিয়নের মধ্যে ৯টিতে ও পৌর শাখার ৯টি ওয়ার্ডের ৩টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসব সম্মেলনে ইউনিয়নভিত্তিক ও পৌর শাখার ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

 

শতশত কৃষক, নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে সম্পন্ন এসব সম্মেলন নবীনগরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে.এম. মামুনুর অর রশিদের নেতৃত্বে এই সম্মেলনগুলোকে নতুন প্রাণ দিয়েছেন।

 

সম্মেলনে কে.এম. মামুনুর রশিদ কৃষকদের আর্থ-সামাজিক সমস্যা তুলে ধরার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে দলের অঙ্গীকার স্পষ্ট করেছেন। তিনি দলের শৃঙ্খলা ও সিদ্ধান্তকে অগ্রাধিকার দিয়ে মাঠে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

এদিকে প্রত্যন্ত অঞ্চলে লিফলেট বিতরণ, মাঠসমীক্ষা ও জনসংযোগ চালিয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় রয়েছেন কৃষকদলের নেতাকর্মীরা। 

 

কৃষক দলের নেতাকর্মীরা বলছেন , নতুন কমিটির মাধ্যমে সংগঠন শক্তিশালী হলে দল আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান গ্রহণ করবে।

 

একাধিক ইউনিয়ন নেতাদের দাবি, এই সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। কৃষকদের আস্থা ফিরিয়ে এনে বিএনপিকে আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থানে নিতে পারবেন তারা।

 

মনোনয়ন প্রত্যাশা প্রসঙ্গে কে.এম. মামুনুর রশিদ তার দলীয় আনুগত্যের চিরাচরিত অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, তারেক রহমানের অসাধারণ নেতৃত্বের কারণে বিএনপি আজ দেশের সবচেয়ে শক্তিশালী ও গণমানুষের আস্থা অর্জন করা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছে। তাঁর ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই হবে দেশের কৃষকসহ সকল জনমানুষের উন্নতির পথ। দলের শৃঙ্খলা অক্ষুণ্ণ রেখে, সিদ্ধান্ত বাস্তবায়নে একযোগে মাঠে কাজ চালিয়ে যাবো। তিনি বলেন,আমার রক্তের গ্রুপ বিএনপি। দল আমাকে মনোনয়ন দিলে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে উপহার দিতে পারব। আমাদের লক্ষ্য সুশৃঙ্খল সংগঠন ও শক্তিশালী দল গড়ে তুলে আগামী নির্বাচনে জয়ের পতাকা উড়ানো।