ঢাকা সোমবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৫, ১৫ই আশ্বিন ১৪৩২


চট্টগ্রামে মালিপাড়া বস্তিতে আগুন


১৫ এপ্রিল ২০২৫ ০৯:৫২

ফাইল ফটো

চট্টগ্রাম নগরের সিআরবি মালিপাড়া এলাকার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়।

 

তবে এরইমধ্যে ২৫-৩০টি ঘর পুরোপুরি পুড়ে গেছে। বস্তির বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় থাকায় ঘর থেকে কোনো আসবাবপত্রই বের করতে পারেননি। 

 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

 

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।