ঢাকা শনিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৫, ১৩ই আশ্বিন ১৪৩২


সাবেক এমপি সোলায়মান সেলিম গ্রেফতার


১৪ নভেম্বর ২০২৪ ১০:৫৯

ফাইল ফটো

হাজী সেলিমের বড় ছেলে ঢাকা ৭ আসনের সাবেক এমপি সোলায়মান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার গভীর রাতে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

চকবাজার থানার ওসি রেজাউল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১টার দিকে চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেফতার করে।

 

তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে জানাননি তিনি।