ঢাকা মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫, ১৭ই পৌষ ১৪৩২


স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


২৯ ডিসেম্বর ২০২২ ০০:৪৮

স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বেলা ১১টায় উত্তরার দিয়াবাড়িতে আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের নামফলক উন্মোচন করেন তিনি। সাথে ছিলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহেনা। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি তিনি। ফলক উন্মোচনের পর বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

মন্ত্রীপরিষদের সদস্য থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নেন বিশেষ দোয়ায়।

মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে অত্যাধুনিক গণপরিবহনযুগে প্রবেশ করলো বাংলাদেশ।

তবে আজ উদ্বোধন হলেও ‘স্বপ্নের বাহনে’ চড়তে যাত্রীদের অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী।

আইকে