ঢাকা মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫, ১৭ই পৌষ ১৪৩২


এবারের সম্মেলন বিশ্ব সংকটের কারণে চ্যালেঞ্জিং: ওবায়দুল কাদের


২৩ ডিসেম্বর ২০২২ ০১:৪৮

বিশ্ব সংকটের কারণে এবারের সম্মেলন চ্যালেঞ্জিং। সংকটকে সম্ভাবনায় রূপ দিতে এ সম্মেলনে স্মরণকালের সর্ববৃহৎ সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করা হবে, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনস্থল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ উল্লেখ করে কাদের বলেন, ২০৪২ সালের উন্নত বাংলাদেশ গড়তে এগিয়ে যাবে আওয়ামী লীগ। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

এসময় আওয়ামী লীগ নির্বাচনের জন্য ও আগামী সরকার পরিচালনার জন্য প্রস্তুত বলেও জানান ওবায়দুল কাদের।

আইকে