ঢাকা মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫, ১৭ই পৌষ ১৪৩২


বিবেচনা করুন আ.লীগ দেশ ধ্বংস করেছে নাকি উন্নয়ন: শেখ হাসিনা


২২ ডিসেম্বর ২০২২ ০১:১৩

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আ.লীগ দেশ ধ্বংস করেছে কিনা তা জনগণকে বিবেচনা করে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকার প্রধান বলেন, পূর্বে ২৯ বছর যারা ক্ষমতায় ছিলে, তারা দেশের জন্য কী করেছে, আর আওয়ামী লীগ কী করেছে সেটা দেশবাসী বিবেচনা করবেন।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে দেশের ৫০টি জেলায় ১০০টি জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে বড় বড় প্রকল্পগুলোও আওয়ামী লীগ নিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারকে শুনতে হয় আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করেছে। তাহলে এই ১০০টি সড়ক একইদিনে এর আগে কেউ কি উদ্বোধন করেছে বলে প্রশ্ন রাখেন তিনি।

আইকে