ঢাকা সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


রাজনৈতিক সমঝোতা হলে সব আসনে ব্যালটে ভোট: সিইসি


৮ সেপ্টেম্বর ২০২২ ০২:৪৯

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে সব ভোট ব্যালটে নিতে নির্বাচন কমিশন রাজি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় তিনি জানান, ইভিএম নিয়ে কোনো সংকট নেয়। রাজনৈতিক অঙ্গনে যা সংকট রয়েছে তা ইভিএম নিয়ে নয়, আরো মোটাদাগের সংকট। আমরা আশা করি এই সংকট কেটে যাবে। যদি ফয়সালা হয় সব ভোট ব্যালটে হবে। রাজনৈতিকভাবে শতভাগ সমঝোতা যদি হয় অসুবিধা নেই। তখন আমরা সিদ্ধান্ত নেবো।ইভিএমে কোনো ত্রুটি নেই। যাচাই বাছাই করে ইভিএমে ভোটের সিদ্ধান্ত নেয়া হয়েছে।