ঢাকা সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


উদ্বোধনের পর বঙ্গমাতা সেতুতে গাড়ি থামিয়ে নামাজ পড়লেন তিনি


৫ সেপ্টেম্বর ২০২২ ২১:২৩

আনুষ্ঠানিক উদ্বোধনের পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দিয়ে গতকাল রোববার রাত ১২টা ১ মিনিটে যান চলাচল শুরু হয়। সেতুতে প্রথম টোল দিয়ে গাড়ি নিয়ে পার হন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

এরপরই সেতুতে উঠে মাঝ বরাবর দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা যায় পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খানকে। সেতুতে নামাজ আদায়ের সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। জসিম উদ্দিন খানের সঙ্গে থাকা লোকজন তাদের আইডি থেকে এ ছবি আপলোড দিলে সকলের নজরে আসে।

এ বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লেখেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, পিরোজপুর কচা নদীর ওপর বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতু উপহার দেওয়ায় দুই রাকাত নফল নামাজ পরে শুকরিয়া আদায় করেন আওয়ামী লীগ নেতা পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন খান।’