ঢাকা সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


মন্ত্রী-এমপিসহ সবার বাসায় লোডশেডিং হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


২৪ আগস্ট ২০২২ ২১:৫৩

শুধু সাধারণ মানুষ নয়, বরং মন্ত্রী-এমপিদের বাসাতেও লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৫ দিন সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। ধীরে ধীরে লোডশেডিং কমে আসবে বলেও জানান।

এদিকে, জ্বালানি সাশ্রয়ের জন্য নেয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার থেকে নতুন নিয়মে শুরু হলো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস। প্রথমদিনে অনেকেই আগে আগে অফিসে চলে আসছেন।