ঢাকা মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২


৪টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


২৮ নভেম্বর ২০১৯ ২৩:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। প্রকল্পগুলো হলো- পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেলের মধ্যে দিয়ে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গবেষণা প্রকল্প, বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরের ডাটা সেন্টার ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন ৫টি জাহাজের প্রকল্প। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি ঘরে আলো জ্বলবে, এই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের প্রতিটি ঘরে সৌর বিদ্যুৎ পৌঁছান হবে।’ এছাড়াও প্রতিটি প্রকল্প সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ সংক্ষিপ্ত বর্ণনা দেন এবং ভিডিওচিত্র প্রদর্শন করেন।

নতুনসময়/আইকে