ঢাকা বুধবার, ২৪শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


প্রয়োজনে থানায় ওসিগিরি করবেন ডিএমপি কমিশনার


১৫ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে এবং কাঙ্খিত সেবা নিশ্চিত করতে প্রয়োজনে আমি থানায় গিয়ে ওসিগিরি করবো। এর আগে পর্যায়ক্রমে সিনিয়র অফিসাররা থানায় গিয়ে বসবেন।

আজ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় ডিএমপি কমিশনার আরো বলেন, যানজট নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক বিভাগের ডিসিরা অবশ্যই মাঠে থাকবেন। দায়িত্ব নেয়ার পরপরই আমি সিনিয়র অফিসারদের ডেকে এ বিষয়টি বলে দিয়েছি।