যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত অন্তত ৪০
ভেনেজুয়েলায় মার্কিন হামলায় বেসামরিক ও সামরিক সদস্যসহ কমপক্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম 'নিউইয়র্ক টাইমস'।
এদিকে, যুক্তরাষ্ট্রের কাছে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ডেলসি রদ্রিগেজ। তাকে নির্বাহী ভাইস প্রেসিডেন্টের পদও দিয়েছেন মাদুরো। তার আটক হওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়া রদ্রিগেজের দেশ পরিচালনার নীতি কি হবে- তা নিয়ে এরইমধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জেরেই এই অনিশ্চয়তা। ট্রাম্পের দাবি, মাদুরো'র ঘনিষ্ঠ হলেও যুক্তরাষ্ট্রের ইচ্ছেমতো দেশ পরিচালনায় রাজি হয়েছেন রদ্রিগেজ।
ট্রাম্প বলেন, তাদের একজন ভাইস প্রেসিডেন্ট আছে যাকে মাদুরোই নিযুক্ত করেছেন। এই মুহূর্তে, আমার ধারণা তিনিই প্রেসিডেন্ট। মার্কো রুবিও'র সাথে তার দীর্ঘ আলোচনা হয়েছে। রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্র যা চায় সেটাই করবেন তিনি। এছাড়াও আর কোনো বিকল্পও আসলে নেই তার কাছে।
