ঢাকা সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন


২৭ নভেম্বর ২০২২ ১১:১৯

রাশিয়ার মিত্র বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ২০১২ সাল থেকে এ পদে অধিষ্ঠিত ছিলেন।

শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

বেলারুশ রাশিয়ার অন্যতম শক্তিশালী মিত্র, বিশেষ করে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা রাশিয়ার সঙ্গে রয়েছে।

বেলারুশ নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো তার দেশকে মস্কোর সেনাদের দ্বারা ইউক্রেনে আক্রমণ শুরু করার অনুমতি দিয়েছিলেন।

নতুনসময়/আইকে