ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


বাংলাদেশী মুসলিম কমিউনিটির আলোচনা সভা অনুষ্ঠিত


১৯ সেপ্টেম্বর ২০২৩ ০১:২৮

ছবি সংগৃহীত

কাতারের রাজধানী দোহার ঘরোয়া হোটেলে বাংলাদেশী মুসলিম কমিউনিটি কাতার এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান সমন্বয়ক শাহজাহান সাজুর সভাপতিত্বে ও আহবায়ক মোস্তাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি কাজী ইব্রাহিম। প্রধানে আলোচক ছিলেন স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ ও ওয়ায়েজ মুফতি আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন তামিরুল মিল্লাত মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জাফর আহমদ মজুমদার।

উপস্থিতি ছিলেন অনুষ্ঠানের সহযোগী সমন্বয়ক আলমগীর হোসেন আলী ও মোহাম্মদ শাহজাহান।
মুফতি ফজলুর রহমান ত্বহা’র সঞ্চালনায় সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন ইমাম ও ক্বারী নূর মোহাম্মদ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ফয়সাল মাহমুদ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব শহীদুল হক, অধ্যাপক অমিুনল হক, শিক্ষক জসিম উদ্দিন, মোহাম্মদ ইয়াসিন, নূরুল কবির চৌধুরী, সফিকুল ইসলাম, ক্বারী ইউসুফ, মোহাম্মদ নূরুজ্জামান, আশরাফ উদ্দিন, নজরুল ইসলাম সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কাতার ধর্ম মন্ত্রণালয়ের সম্মনিত ইমাম-মুয়াজ্জিনগণ।
বাংলাদেশের ও বিশ্ব মুসলিম উম্মার দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি আল আমিন।