ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


কুবির প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু


১ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০৪

আজ (০১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া। এই প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এবং আগামী ০৯ ও ১০ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভর্তির জন্য আবেদন করতে পারবেন ২০১৫ বা ২০১৬ সালে এস এস সি বা সমমান এবং ২০১৭ বা ২০১৮ সালে এইচ এস সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ।

বিজ্ঞান অনুষদের বিষয়গুলোতে ভর্তির জন্য আবেদনের জন্য এস এস সি ও এইচ এস সি উভয় পরীক্ষা মিলে মোট জিপিএ ৬.৫০ (চতুর্থ বিষয়সহ) থাকতে হবে। কলা, সামাজিকবিজ্ঞান ও আইন অনুষদের জন্য জিপিএ ৬.০০ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য জিপিএ ৬.০০ থাকতে হবে।

এ বছর বিশ্ববিদ্যালয়টিতে ১০৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এখানে রয়েছে ৬টি অনুষদের অধীনে ৩টি ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে ১৯টি বিভাগে মোট।

ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd ) জানা যাবে। এছাড়া হেল্পলাইন নম্বরের (০১৫৫৭ ৩৩০৩৮১-৮২) মাধ্যমেও শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল ধরনের তথ্য দেওয়া হবে।