ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা শুরু করলো ব্রাজিল


১৫ জুন ২০১৯ ২২:০৫

কোপা আমেরিকার প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েই শুরু করলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে আধিপত্য দেখিয়ে খেললেও গোলের দেখা পায়নি ব্রাজিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই সাফল্য ধরা দিয়েছে ফিলিপে কৌতিনহোর পায়ে। ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন কৌতিনহো। তিন মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ডান প্রান্ত থেকে রিচার্লসনের পাস থেকে হেডে বল জালে জড়ান তিনি। পরে আরো একটি গোলের দেখা পায় ব্রাজিল।

ইনজুরির কারণে টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে ছিটকে গেছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। ফলে তাকে ছাড়াই মাঠে নামতে হয় সেলেকাওদের। তবে শুরুর একাদশেই আক্রমণভাগে ছিলেন কৌতিনহো, ফিরমিনহোরা।

 

নতুনসময়/এনএইচ