ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


রোনালদোর ৯১৭তম গোল, বড় জয় আল নাসরের


১০ জানুয়ারী ২০২৫ ১০:৫৩

বয়স ৪০ ছুঁই ছুঁই হলেও এখনো গোলের নেশা কাটেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। বুটজোড়া তুলে রাখার বয়সেও তিনি সেই আগের মতোই। নতুন বছরে প্রথম মাঠে নেমেও জালের দেখা পেলেন পর্তুগিজ তারকা। তার দল আল নাসরও পেয়েছে জয়।

একই ম্যাচে জোড়া গোল পেয়েছেন সেনেগালের তারকা সাদিও মানেও। দুই তারকার গোলে আল-ওখদুদের বিপক্ষে বড় জয় পেয়েছে আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচে বৃহস্পতিবার রাতে আল-ওখদুদকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি রোনালদোদের। রিয়াদের আল-আওয়াল পার্কে ষষ্ঠ মিনিটে স্যাভিয়র গাডউইনের করা গোলে পিছিয়ে পড়ে নাসর। পাল্টা জবাব দিতে অবশ্য খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা।

২৯ মিনিটে দারুণ এক গোলে সমতা ফেরান মানে। সতীর্থের একটি হেড প্রতিহত হওয়ার পর, ফিরতি প্রচেষ্টায় গোল আদায় করেন তিনি। ৪২তম মিনিটে দলের দ্বিতীয় গোলেও জড়িয়ে মানের নাম। যদিও গোলটা করেন রোনালদো।

প্রতিপক্ষের বক্সে মানে ফাউলের শিকার হলেই পেনাল্টি পায় আল নাসর। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন রোনালদো। লিগে এই নিয়ে টানা চতুর্থ ম্যাচে গোল করলেন তিনি। যা তার ক্যারিয়ারের ৯১৭তম গোল। অর্থাৎ বেশ ভালোভাবেই হাজার গোলের দৌঁড়ে আছেন তিনি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে নাসর। তবে ব্যবধান বাড়াতে পারছিল না দলটি। অবশেষে নির্ধারিত সময়ের ২ মিনিট বাকি থাকতে হেডে দলকে জয়ের পথে এগিয়ে নেন মানে। ৩-১ গোলে জয় তুলে নেয় নাসর। এবারের লিগে যা তার পঞ্চম গোল।