ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও ভাবছে বিসিবি


২০ জানুয়ারী ২০২০ ০৭:৫৪

পাকিস্তান সফরকে সামনে রেখে রবিবার মিরপুরে শেরে বাংলায় শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি লাহোরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জাতীয় দলের ক্রিকেটাররা। সফরে ক্রিকেটারদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের পাশাপাশি সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও ভাবছে বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সাংবাদিকরা কি আমাদের সঙ্গে যাচ্ছে? আমরা এগুলো নিয়েও কথা বলব। আপনারা কি আমাদের সঙ্গে যাবেন নাকি আলাদা? যদি আলাদা যান তাহলে ভিন্ন কথা। একসঙ্গে গেলে ব্যাপারটা সহজ হবে।

পাপন আরও বলেন, সর্বোচ্চ নিরাপত্তা যেন আপনারাও পান সেই দায়িত্বও আমাদের। আপনারা কে কে যাচ্ছেন এ সব যদি আমাদের বিস্তারিত জানান, আমরা অবশ্যই দায়িত্বরতদের জানাব। তাদের বলে দিব যেন আপনাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়।
আগামী ২৪ জানুয়ারি লাহোরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে ২৫ ও ২৭ জানুয়ারি।

নতুনসময়/আইকে