ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যচে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন


২৭ জুলাই ২০১৯ ০৪:০৯

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যচে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিস। এ ম্যাচে নিজের ব্যক্তিগত ৪৩ রানের সময় টাইগার বোলার রুবেল হোসেনের দুর্দান্ত বলে মেন্ডিসের ব্যাটে লেগে উইকেট রক্ষক মুশফিকের গ্লাবস বন্দি হলে মুশফিকের মৃদু আবেদনে আম্পায়ার সারা না দিলেও সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মাঠ ত্যাগ করলেন কুশল মেন্ডিস। অন্য কেউ বুঝতে না পারলেও এই ব্যাটসম্যান ঠিকই জানতেন বল তার ব্যাট ছুঁয়ে গেছে মুশফিকের গ্লাভসে। ক্রিকেট ভদ্রলোকের খেলা কথাটার যথার্থ প্রমাণ দিয়ে গেলেন কুশল মেন্ডিস।