মাগুরায় শিখরের প্রচারণায় জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড়রা

মাগুরা-১ আসনের আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পক্ষে বাংলাদেশের জাতীয় দলের সাবেক তারকা ফুটবলাররা প্রচার-প্রচারণা অংশ নিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন।
বুধবার বিকালে এ উপলক্ষে মাগুরা সোনালী অতীত ক্লাবের আয়োজনে নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। র্যালীতে অংশ নেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, শেখ মোহাম্মদ আসলাম সৈয়দ নাজমুল হাসান লোভন, আরমান, ইলিয়াস, রুপু, বিশ্ব ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিলসহ অনেকে। র্যালী শেষে শহরের চৌরঙ্গী মোড়ে নৌকার পক্ষে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন তারা।
এ সময় কায়সার হামিদ বলেন, সাইফুজ্জামান শিখর তরুণ প্রজন্মের অহংকার। তিনি নির্বাচিত হলে মাগুরার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যে কারণে নৌকা প্রতীকে ভোট দিয়ে শিখর ভাইকে বিজয়ী করার আহবান জানান তিনি।
পরে ঢাকা সোনালী অতীত ক্লাব ও মাগুরা সোনালী অতীত ক্লাবের মধ্যে স্থানীয় নোমানী ময়দানে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।