ঢাকা শুক্রবার, ১৯শে ডিসেম্বর ২০২৫, ৬ই পৌষ ১৪৩২


যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় সাবেক রেসার গ্রেগ বিফলের মৃত্যু


১৯ ডিসেম্বর ২০২৫ ১০:০৬

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় একটি সেসনা সি৫৫০ বিজনেস জেট বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির বিখ্যাত সাবেক রেসার গ্রেগ বিফল ও তার পরিবারের সদস্যরা।

 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি ও রয়টার্স।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্টেটসভিল রিজিওনাল এয়ারপোর্ট থেকে ফ্লোরিডার উদ্দেশে উড্ডয়ন করেছিল বিমানটি। পাইলটসহ সেখানে ছিল মোট ৭ আরোহী। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে রানওয়ে ত্যাগের কিছুক্ষণ পরই আবারও বন্দরে ফিরে আসে বিজনেস জেটটি।

 

নিরাপদে অবতরণের চেষ্টা করলেও ব্যর্থ হয় তা। মাটিতে আছড়ে পড়ার সাথে সাথে আগুন ধরে যায় পুরো বিমানে। এতে প্রাণ হারান জেট বিমানটিতে থাকা সবাই।

 

উড়োযানটিতে গ্রেগ বিফলের সাথে তার স্ত্রী ছাড়াও ছিল ৫ ও ১৪ বছর বয়সী দুই সন্তান।

 

ফিল্ড লেভেল মিডিয়ার তথ্য অনুযায়ী, গ্রেগ বিফল ২০ বছরের ক্যারিয়ারে কাপ সিরিজে ১৯টি রেস জিতেছিলেন। নাসকার সার্কিটে তার শেষ রেস ছিল ২০২২ সালে। এরপর ২০২৩ সালে ৫৫ বছর বয়সী এই রেসারকে নাসকারের ৭৫ জন সর্বকালের সেরা চালকের একজন হিসেবে নির্বাচিত করা হয়।

 

দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রানওয়ে থেকে ধ্বংসাবশেষ সরিয়ে না নেয়া পর্যন্ত বিমানবন্দর পুনরায় চালু করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।