১ আসনের বিপরীতে প্রায় ১২জন প্রার্থী

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর ৩০ অনুষ্ঠিত হবে। এর লক্ষ্যে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ মনোনয়নপত্র বিক্রি শুরু করে গত ৯ নভেম্বর ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে।
গত চার দিনে আটটি বিভাগে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৩৬২৭টি। এর বিপরীতে জমা পড়েছে প্রায় ২৪শত। একটি আসনের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২।
প্রথম দিনে থেকে আজ পর্যন্ত আট বিভাগ মিলিয়ে প্রায় ৩৬২৭ আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম কেনেন। প্রতিটি ফরমের মূল্য ৩০ হাজার টাকা করে।
ঢাকা বিভাগে-৭০টি আসনের বিপরীতে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৮৫৪, ঢাকার রূপগঞ্জে আসনে সর্বোচ্চ ৩৪টি। চট্রগাম বিভাগে-৫৬টি আসনের বিপরীতে বিক্রি হয়েছে ৭১৪, এর মধ্যে চট্টগ্রাম ১ আসনে সর্বোচ্চ ২৬টি। বরিশাল বিভাগে-২১ আসনের বিপরীতে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৩২৩টি। এর মধ্যে বরগুনা ১ আসনে ৫১ টি। খুলনা বিভাগে-২৬টি আসনের বিপরীতে মনোনয়নপত্র বিক্রি হয়েছে-৪৪৫টি। সিলেট বিভাগে-১৯টি আসনের বিপরীতে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ১৬৩, এর মধ্যে সুনামগঞ্জ ১৬টি।
রংপুর বিভাগে- ৩৩ টি আসনের বিপরীতে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৩৬৯, এর মধ্যে কুড়িগ্রাম আসনে সর্বোচ্চ ৩০ টি। রাজশাহী বিভাগে-৩৯ টি আসনের বিপরীতে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৩৯৭ টি, চাঁপাই নবাবগঞ্জ ২ আসনের সর্বোচ্চ ২০ টি।ময়মনসিহ বিভাগে-২৪ টি আসনের বিপরীতে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৩৬৩ ,এর মধ্যে নেত্রকোণা ১ দুর্গাপুর ২৬টি।
চতুর্থ দিনে মনোনয়নপত্র বিক্রি ঢাকা
ঢাকা বিভাগে-৯০ ,চট্রগাম ৮৬- ,বরিশাল ৩০-,খুলনা- ৪৬,সিলেট ০৭-রংপুর-২৬ রাজশাহী-২৯, ময়মনসিহ-১৮ সর্বমোট-৩৩২
তৃতীয় দিনে মনোনয়নপত্র বিক্রি ঢাকা
বিভাগে ২২০ ,চট্রগাম- ১৮২,বরিশাল- ৮৮,খুলনা- ৮৫,সিলেট -২৬,রংপুর-৮৩,রাজশাহী-৭৯ ,ময়মনসিহ -৭৩ সর্বমোট-৮৩৫
দ্বিতীয় দিনে দলের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ হয়েছিল
ঢাকা বিভাগের ২০৬,রংপুর-১২৯,খুলনা-১৯৫,সিলেট ৭৮,চট্রগাম-২২১,রাজশাহী-১৮৪,বরিশল- ১৫৪,ময়মসিংহ-১৬১ সর্বমোট-১৩২৮
আওয়ামী লীগের এক সূত্র জানায়, এখন পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হয়েছে মোট ৪০২৩ টি। প্রথম দিনে মনোনয়নপত্র বিতরণ হয়েছে-ঢাকা বিভাগে-৩৩৮, চট্রগাম-২২৫, বরিশাল- ৫১, খুলনা-১১৯, সিলেট -৫২, রংপুর-১৩১, রাজশাহী-১০৫, ময়মনসিংহ-১১১ সর্বমোট-১১৩২।
এমএ