ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


সিসিইউ থেকে আবারও কেবিনে খালেদা জিয়া


১৫ অক্টোবর ২০২৩ ১০:০২

ছবি সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তিন ঘণ্টা পর করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে আবারও কেবিনে নেওয়া হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় এদিন রাত ৯টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়।

গত ৯ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এরও আগে গত ১২ জুন তাকে এই হাসপাতালে নেওয়া হয়। ওই সময় পাঁচদিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।