বিস্ফোরণের ঘটনাগুলো নাশকতা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে: কাদের

দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা, তা প্রধানমন্ত্রীর নির্দেশে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কারো কোনো মাথাব্যথার দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথসভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ সময়ে এসে এ ধরনের ঘটনা রহস্যজনক। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত নাশকতার পথে হাঁটছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এসব ঘটনার পিছনে কোনো সংগঠন, সংস্থা বা দলের সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।
উল্লেখ্য, রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে সাত তলা ভবনে বিস্ফোরণে এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩০ জনের বেশি। এরমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন প্রায় ২০ জন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আছেন দশ জন।
আইকে