ঢাকা শনিবার, ১০ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


এবার দেশের প্রতিটি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির


৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৫৯

গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি দেশের সব ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি করার ঘোষণা দিয়েছে বিএনপি।

এর আগে, রাজধানীর বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন দিনে পদযাত্রা কর্মসূচি পালন করে দলটি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় ইউনিয়ন পর্যায়ের পর্যায়ক্রমে উপজেলা-জেলা পর্যায়েও এমন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মির্জা ফখরুল।

এছাড়া ঢাকা মহানগরেও এ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ফখরুল জানান, এরপর চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, শনিবার রাজধানীর পাশাপাশি দেশের ১০ সাংগঠনিক বিভাগে সমাবেশ করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

আইকে