ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল


২৪ জানুয়ারী ২০২৩ ২৩:১৫

দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে ঐক্যবদ্ধ। আন্দোলনের মাধ্যমে দানবীয় সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ার দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই হুঁশিয়ারি দেন।

ফখরুল বলেন, কোকো রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও রাজনীতি করতেন না। কিন্তু দুর্ভাগ্য প্রতিহিংসার রাজনীতিতে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে বিদেশে প্রেরণ করা হয়। করুণ অবস্থায় তার মৃত্যু হয়। খালেদা জিয়াকে তার মরদেহ গ্রহণ করতে হয় অবরুদ্ধ অবস্থায়।

মির্জা ফখরুল দাবি করেন, জিয়া পরিবারের রাজনীতিতে মানুষ আস্থা রাখে। এই পরিবার স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণণতন্ত্রের প্রতীক।

আইকে