ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


জনগণের বিরুদ্ধে ‘স্যাংকশন’ আরোপের ষড়যন্ত্র করছে বিএনপি: ওবায়দুল কাদের


২২ জানুয়ারী ২০২৩ ০৪:৪৭

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘দুরভিসন্ধিমূলক’ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে দেশের জনগণের বিরুদ্ধে ‘স্যাংকশন’ আরোপের ক্রমাগত ষড়যন্ত্র করছে বিএনপি।

শনিবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে।

‘সরকার পালানোর পথ পাবে না’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিবাদে ওবায়দুল কাদের বলেন, যে দলের নেতৃত্ব মুচলেকা দিয়ে রাজনীতিকে চিরবিদায় জানিয়ে দেশ ত্যাগ করে। সে দলের নেতাদের মুখে এ ধরনের বক্তব্য শোভা পায় না।

বিদ্যুত প্রসঙ্গে কাদের বলেন, ইউরোপে যুদ্ধের কারণে বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। যার কারণে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম বেড়েছে। জনগণের কষ্ট হওয়া সত্ত্বেও সরকার নিরুপায় হয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে।

আইকে