বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু

১০ দফা দাবি আদায়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির গণঅবস্থান কর্মসূচি শুরু হয়েছে।
কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হয়।
এরপর জাসাসের একদল শিল্পী দলীয় সংগীত পরিবেশন করেন।
এর আগে সকাল থেকেই বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দিতে শুরু করেন। ইতোমধ্যে হাজারো নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন।
গণঅবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করবেন।
এছাড়া প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপস্থিত থাকার কথা রয়েছে।
পরিচালনায় আছেন- চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।
আইকে