ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


রওশন এরশাদের বাসায় জি এম কাদের


২৬ ডিসেম্বর ২০২২ ০৭:৪৩

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করলেন দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আজ রোববার দুপুর ১২টার দিকে তারা রওশন এরশাদের গুলশানের বাসায় এই সাক্ষাৎ করেন। ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন।

সাক্ষাতের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘সামনে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী,তাই ওনাকে (রওশনএরশাদ) দাওয়াত দেয়ার জন্য ওনার বাসায় গিয়েছিলাম। উনি দাওয়াত কবুল করেছেন। কথা দিয়েছেন তিনি পার্টি অফিসে আসবেন।’

এর আগে ২৯ নভেম্বর রাজধানীর ওয়েস্টিন হোটেলে রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেন জি এম কাদের। এ সময় সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কো–চেয়ারম্যান আবু হোসেন বাবলা।

উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৬ সালের ১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাপা গঠিত হয়।

আইকে