ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তির খবর দিলো আবহাওয়া অফিস


১১ মে ২০২৫ ১৫:৫১

সংগৃহীত

সারাদেশে কয়েকদিন ধরেই চলা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের মাঝেও স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১১ মে) সকাল থেকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

 

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আজ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় দমকা হাওয়াসহ অস্থায়ী বজ্রবৃষ্টি হতে পারে। যদিও সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকবে, তবে আগামী মঙ্গলবার (১৩ মে) থেকে এর তীব্রতা কিছুটা কমতে পারে।

 

আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও উত্তর–পূর্বাঞ্চল থেকে শুরু হয়ে বৃষ্টির বিস্তার ধীরে ধীরে দক্ষিণ ও পূর্বাঞ্চলের দিকে ছড়িয়ে পড়তে পারে। সোমবার (১২ মে) থেকে ঢাকাসহ দেশের আরও কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিধি বাড়বে।

 

আজ দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও, আগামীকাল থেকে কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।

 

এদিকে আজও দেশের বিভিন্ন এলাকায় তীব্র গরম বিরাজ করছে। সকাল ৯টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ঢাকায় রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের সর্বোচ্চ। একইদিনে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

 

চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোরের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্য এলাকাগুলোতেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পরশুদিন (মঙ্গলবার) থেকে বিচ্ছিন্নভাবে সারাদেশে বৃষ্টিপাত শুরু হতে পারে, যা চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত স্থায়ী হতে পারে।

 

বঙ্গোপসাগরে এখন পর্যন্ত কোনো লঘুচাপের সৃষ্টি না হলেও, মে মাসের শেষ দিকে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

 

তীব্র গরমের কারণে বাড়ছে শারীরিক অসুস্থতাও। দীর্ঘ সময় ধরে সূর্যের তাপ, বাতাসের কম গতি, বৃষ্টির অনুপস্থিতি ও জলীয় বাষ্পের স্বল্পতার কারণে তাপপ্রবাহ ভয়াবহ রূপ নিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 

আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টির প্রত্যাশা কিছুটা হলেও দেশের মানুষকে স্বস্তি দিতে পারে বলে আশা করা হচ্ছে।