ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


খালেদাকে আবার জেলে পাঠানোর কথা বলা ঠিক হয়নি: কাদের সিদ্দিকী


৬ নভেম্বর ২০২২ ২২:৫৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার জেলে পাঠানোর কথা বলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, কারও উপকার করে তা বলতে হয় না। আপনার বাবা শুনলে (বঙ্গবন্ধু) রাগ করতেন, কষ্ট পেতেন।

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে বাধা দেওয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, গাড়ি চালু থাকলে যে লোক হতো গাড়ি বন্ধ করায় পায়ে হেঁটে সমাবেশে তার চেয়ে বেশি মানুষ হয়েছে। তাই এসব করে পার পাওয়া যায় না। আপনি (শেখ হাসিনা) দেশের মালিক নন, সেবক।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখিপুর উপজেলায় কৃষক শ্রমিক জনতা লীগের গত জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের গায়েবি মামলায় কারাবরণ করা ৬২ নেতাকর্মীকে দেওয়া এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন আবদুস ছবুর।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খোকা, নাসরিন সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, শফিকুল ইসলাম দেলুয়ার, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, হাবিবুন্নবী সোহেল, এটিএম সালেক হিটলু, সানোয়ার হোসেন, আবু জাহিদ রিপন, আলমগীর সিদ্দিকী, দুলাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।