ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ব্রাহ্মণবাড়িয়ার মেয়েকে বিয়ে করলেন গোলাম রাব্বানী


৫ নভেম্বর ২০২২ ০৭:১৮

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী ব্রাহ্মণবাড়িয়ার পাত্রী ইসরাত বারী তৃণা নামের মেয়েকে বিয়ে করেছেন।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবরটি নিশ্চিত করেছেন গোলাম রাব্বানী। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আংটি বদলের ছবি পোস্ট করে লিখেছেন, আলহামদুলিল্লাহ। ছোট্ট পার্থিব জীবনের নতুন অধ্যায়। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

অন্যদিকে নববধূ তৃণা লিখেছেন, দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক শেষে সিদ্ধান্ত হলো তোমাকেই ভালোবাসি। প্রতিদান দিতে দিতে ক্লান্ত হয়ে যেও প্রিয়।

সোশ্যাল মিডিয়া থেকে জানা যায়, গোলাম রাব্বানীর স্ত্রী ইসরাত বারী তৃণা ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। সেখানকার গভঃ মডেল গার্লস হাই স্কুল থেকে এসএসসি ও ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরবর্তীতে চীনে চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।