দু:সময়ে পাশে ছিলাম এখনও আছি - সোহেল শাহারিয়ার রানা

ঘুরেফিরে ফেসবুকের ওয়ালে ছবিগুলো ভেসে উঠে (ধানমন্ডি রাপা প্লাজা ২৭ নম্বর রোডের একটা গলিতে) আর মনে পড়ে যায় প্রিয় দলের দুঃসময়ের কথা।
সালটা মনে নেই তবে ইলেকশন কমিশন ঘেরাও এর দিন দলের সুসময় গজিয়ে উঠা হাইব্রিড দলীয় লেবাসধারী সন্ত্রাসীদের রোষানলে পরে, আমাকে দেশ ছাড়তে হয়েছিল এক প্রকার নিরুপায় হয়েই, কারন আরও ৮-১০ জনের মতো আমারও পরিবারের প্রতি মায়া আছে।
হাইব্রীড দলীয় লেবাসধারী সন্ত্রাসীদের কাছে আমি হার মানলেও কখনও রাজনৈতিক প্রতিপক্ষের কাছে আমি হার মানি নাই। বহু অত্যাচার, জেলজুলুম ও রক্তাক্ত হয়েছি কিন্ত আমি সোহেল শাহারিয়ার রানা কখনও রাজপথ ছাড়ি নাই দলের দুঃসময়েও।