ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


‘বিএনপির ‘অবাস্তব’ দাবি মানার সুযোগ নেই’


২ অক্টোবর ২০১৮ ০২:০৫

ছবি ফাইল ফটো

নির্বাচনী তফসিল ঘোষণার আর মাত্র এক মাস বাকি। এ সময়ে বিএনপির সাত দাবি মেনে নেওয়ার কোনো সুযোগই নেই। সোমবার রাজধানীর গুলশানে দলের গণসংযোগ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। ।

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ থেকে আগামী নির্বাচনের আগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, জাতীয় সংসদ বাতিল করা, সরকারের পদত্যাগ ও সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা, যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পূর্ণ গঠন করাসহ সাত দফা দাবি উত্থাপন করা হয়।

বিএনপির এসব দাবিকে ‘অবাস্তব’ বলে আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের এই সাত দফা দাবি অযৌক্তিক-অবাস্তব এবং কোনো কোনোটি সংবিধানবিরোধী। কাজেই এসব অবাস্তব প্রস্তাব এ সময়ে আর এক মাস পরে শিডিউল, এ সময়ে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি আরো বলেন, এই দাবিগুলো তারা শুধু বলার জন্য বলছে, তাদের নেতা কর্মীদের চাঙ্গা করতে এইসব আবোল-তাবোল বকছে। তারাও জানে এই দাবিগুলো মেনে নেয়ার কোনো যৌক্তিকতা নেই।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ বিএনপির সঙ্গে কোনো পাল্টাপাল্টি নয়, নিরীহ কর্মসূচি পালন করবে। আমাদের কর্মসূচি হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত কর্মসূচি। আমরা কোনো ধরনের উত্তেজনা ছড়াবো না। আমরা মারামারি হানাহানি, পাল্টাপাল্টির মধ্যে নেই। তবে বিএনপিসহ সাম্প্রদায়িক শক্তি যদি সহিংসতা, নাশকতা করে তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবো। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য।’

অক্টোবর মাসে বিএনপি রাজপথ দখলের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘রাজপথ দখল করবে! রাজপথ কে দখল করতে আসে দেখবো। রাজপথ দখল করতে আসলে আইন প্রয়োগকারী সংস্থা জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেবে।’

নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছ তিনি বলেন, গণসংযোগে কোনো প্রার্থীর নয়, গণসংযোগ হবে নৌকার। পরিচালনা করার জন্য সকল ওয়ার্ড, মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে শুরু হচ্ছে এটাই প্রথম প্রোগ্রাম। এ সময় ক্যামেরার সামনে লোক দেখানো গণসংযোগ না করতে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

‘গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির জন্য প্রয়োজনে শয়তানের সঙ্গে জোট করবো’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘শয়তানের সঙ্গে জোট করে তারাই, যারা নিজেরাই শয়তান।’

ওবায়দুল কাদের ছাড়াও গণসংযোগে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, রিয়াজুল কবীর কাওছার, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ঢাকা মহানগর উত্তরে সধারণ সম্পাদক সাদেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খান, কোষাধ্যক্ষ ওয়াকিল উদ্দিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ।

আইএমটি/আরকেএইচ