ঢাকা শনিবার, ২০শে ডিসেম্বর ২০২৫, ৭ই পৌষ ১৪৩২


রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা


৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪০

ছবি সংগৃহিত

আজ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ। আর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মশিউর রহমান রাঙ্গা, এ ঘোষণা দেন দলটির প্রেসিডিয়াম সদস্য আনিসুল হক মাহমুদ।

আনিসুল হক মাহমুদ বলেন আগামী ছয়মাসের মধ্যে দলীয় সম্মেলন করে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হবে। একইসাথে দলীয় কো-চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরকে তার সম্মান রক্ষারও আহ্ববান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। প্রেসিডিয়াম সদস্যদের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত না দেয়ারও আহ্বান জানান, আনিসুল হক মাহমুদ।

এরআগে এককভাবে দলীয় সিদ্ধান্ত নেওয়ায় জিএম কাদেরের সমলোচনাও করেন আনিসুল হক মাহমুদ।