ঢাকা রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


১১দিন পর দেশে ফিরলেন রাষ্ট্রপতি


২৬ মে ২০১৯ ২০:৫৬

ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রোববার দে‌শে ফিরেছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে যুক্তরাজ্য ও জার্মানি থেকে ১১ দিন পর  তি‌নি।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, রোববার বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি ২০২) রাষ্ট্রপতি তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

রাষ্ট্রপতি গত ১৫ মে বুপা ক্রেমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ ছাড়া তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির ফ্রাঙ্কফুটেও যান।

হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্যা‌সেঞ্জার বিভাগ জানায়, রাষ্ট্রপ‌তি‌কে বহনকারী বিমান‌টি সি‌লেট হ‌য়ে ঢাকায় আস‌বে। বিমান‌টি বেলা ১১টা ৫৫ মি‌নি‌টে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা র‌য়ে‌ছে।

আবদুল হামিদ দীর্ঘদিন যাবৎ গ্লুকোমার সমস্যায় চিকিৎসা সেবা নিচ্ছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে নিয়মিত লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

নতুনসময়/আল-এম