ঢাকা রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২


সিআইডির প্রধান হলেন শফিকুল ইসলাম


২১ মে ২০১৯ ০১:৩৭

সংগৃহীত ছবি

গত বৃহস্পতিবার (১৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামকে পুলিশ অধিদফতর থেকে সিআইডিতে বদলি করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে যোগদান করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম। সকালে যোগদানের পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন বিভাগের প্রধানরা।

এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল সিআইডির প্রধান সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন মিয়াকে বদলি করে পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়। মিথ্যা তথ্য দিয়ে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছিল মুক্তিযোদ্ধা-বিষয়ক মন্ত্রণালয়। ৩ মে তাকে অবসরে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নতুনসময়/আইআর