দৃশ্যমান হলো পদ্মা সেতুর ১৮০০ মিটার

দৃশ্যমান হলো পদ্মা সেতুর এক হাজার ৮০০ মিটার। আজ সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ১২তম স্প্যান।
বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদের মুরাদ জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেনে করে স্প্যানটি আনা হয় জাজিরা প্রান্তে। পরে দুপুর ১২টা ২০ মিনিটের সময় ২০ ও ২১ নম্বর পিলারের ওপর বসানো হয়।
নতুনসময়/এনএইচ