ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


গণভবনে চা-চক্রে অংশ নিচ্ছে না ঐক্যফ্রন্ট


৩ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৫

ফাইল ছবি

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গণভবনে চা-চক্র আয়োজন করেছেন।

শনিবার বিকাল সাড়ে ৩টায় এ চা-চক্রের আয়োজন করা হয়েছে।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতাদের এতে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া, চা চক্রে অংশগ্রহণে অপারগতা জানিয়ে গতকাল সকালে গণভবনে ঐক্যফ্রন্টের পক্ষে চিঠি নিয়ে যান জোটের দফতরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, সমন্বয় কমিটির সদস্য আজমেরী বেগম এবং মিডিয়াপ্রধান জাহাঙ্গীর আলম। চিঠিতে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরীর স্বাক্ষরে আনুষ্ঠানিকভাবে দাওয়াতে না যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণের পরেও চা-চক্রে অংশ নিচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে শুক্রবার চিঠি দিয়েছেন তারা। চিঠিতে আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
/আনু