টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক/উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
হংকং একাদশ: ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), জিশান আলী (উইকেটরক্ষক), আংশুমান রথ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান ছাল্লু, কিঞ্চিত শাহ, আইজাজ খান, এহসান খান, আয়ুশ শুক্লা ও আতেক ইকবাল।
এর আগে, দু’দলের একমাত্র টি-টোয়েন্টিতে পরাজয়ের তিক্ত স্বাদের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। ২০১৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে চট্টগ্রামে হংকংয়ের বিপক্ষে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।