ঢাকা শনিবার, ২০শে ডিসেম্বর ২০২৫, ৭ই পৌষ ১৪৩২


কর্মসূচি নির্ধারণে বৈঠকে ঐক্যফ্রন্ট নেতারা


৯ জানুয়ারী ২০১৯ ০৩:৫৪

ফাইল ফটো

বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসবভনে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম মেম্বার জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

ভোটে অনিয়মের অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করা জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা কর্মসূচি নির্ধারণ করতে বৈঠকে বসেছেন। পুনর্নির্বাচনের দাবিতে কী ধরনের কর্মসূচি দেয়া যায় তা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।