ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


গাজীপুরে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা


৩১ ডিসেম্বর ২০১৮ ০৫:০৫

প্রতিকি

গাজীপুরের হারিনাল এলাকায় লিয়াকত হোসেন (৪২) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুর ২টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত লিয়াকত গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে হারিনাল এলাকায় ভোটকেন্দ্রের পাশে বসেছিলেন লিয়াকত। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে লিয়াকতকে আহত করেন কয়েকজন দুর্বৃত্তরা। পরে মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরে উত্তরায় অবস্থিত লেক ভিউ স্পেশালাইজড হসপিটালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।