ঢাকা বৃহঃস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫, ২৭শে ভাদ্র ১৪৩২


প্রধানমন্ত্রীর সঙ্গে টুঙ্গিপাড়ায় রিয়াজ-ফেরদৌস


১৩ ডিসেম্বর ২০১৮ ০১:০৯

ছবি সংগৃহিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ফেরদৌস আহমেদ।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেরদৌস।

ফেরদৌস বলেন, আমিও রিয়াজ ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রওনা দিয়েছি।

আজ প্রথমে গিয়েই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করবো।

এরপর মিটিং রয়েছে তাতে অংশ নেবো।

চলচ্চিত্র পরিবারের প্রতিনিধি হয়েই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় আছি বলেন, তিনি।

আগামীকাল পথ সভা রয়েছে সেটাতেও অংশ নেবো আমরা।

আগামীকাল টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো।

এর আগে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের ৭৩’তম অধিবেশন সফর সঙ্গী হিসেবে ছিলেন রিয়াজ ও ফেরদৌস।